আশিস কুমার ঘোষ, অশোকনগর
হাবড়া ব্লক উন্নয়ন দপ্তরের এক কর্মী অনিন্দিতা কংসবণিক মারন ব্যাধিতে আক্রান্ত হয়ে মাত্র ৩৬ বছর বয়সে প্রাণ হারান। কর্তব্যপরায়ণ এই মহিলার জন্মদিন ২৫ শেষ ফেব্রুয়ারি। বেঁচে থাকলে অনিন্দিতার বয়স হতো ৪৪ বছর। প্রতি বছর জন্মদিন এলেই পরিবারের সদস্যরা নানা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অনিন্দিতাকে স্মরণ করে থাকেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার বিকেলে অশোকনগরের আদিবাসী অধ্যুষিত দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন আদিবাসী ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ, খাবারের প্যাকেট বিতরণ করা হয়। অনিন্দিতার পরিবারের সদস্যরা এলাকার খুদে শিক্ষার্থীদের হাতে এই সামগ্ৰী তুলে দেন। অনিন্দিতার স্বামী বিশ্বজিৎ কংসবণিক জানান, ২০১৮ সালে অনিন্দিতার মৃত্যুর পর প্রতি বছর এই দিনটি এইভাবেই সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পালন করা হচ্ছে। এক এক বছর এক এক এলাকার শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করে আমরা অনিন্দিতাকে বাঁচিয়ে রাখতে চাই। কংসবণিক পরিবারের এই সমাজসেবা মূলক কর্মকান্ডে এলাকার মানুষও ভীষন খুশী।