আশিস কুমার ঘোষ, অশোকনগর
অভিনব প্রথায় শিক্ষক দিবস উদযাপন করল গোরা স্যারের ছাত্রছাত্রীরা। গোরা নট্ট হাবরা ও অশোকনগরের একজন জনপ্রিয় গৃহশিক্ষক। তিনি গোরা স্যার নামেই পরিচিত। রবিবার কল্যাণগড় জাগরনী শক্তি সংঘের মাঠে তাঁর ছাত্রছাত্রীরা এক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রায় ৭০০ ছাত্রছাত্রী। প্রিয় শিক্ষককে সম্মান জানানোর পাশাপাশি ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে চাঁদা তুলে এই অনুষ্ঠানে আদিবাসী, বিশেষ ভাবে সক্ষম, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে নানাবিধ উপহার সামগ্রী তুলে দেয়। এছাড়া সমস্ত ছাত্রছাত্রীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের এই আয়োজনে খুশি গোরা স্যার-সহ উপস্থিত অতিথিরা ও অভিভাবকরা।
185 Views