ওয়েব ডেস্ক : অশোকনগর কল্যাণগড় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে কালোবাড়ি এলাকায় খেলার মাঠের পাশে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মৃতের নাম প্রণব দে (৩৫)। মৃতের ভাই রিপন দে জানান, তার দাদা প্রায়শই মদ্যপান করত। আর এনিয়ে বউদির সঙ্গে দাদার প্রায় সময়েই অশান্তি হতো। কয়েকদিন আগেই মদ্যপানের প্রতিবাদ করে বউদি তার বাপের বাড়ি ঈশ্বরীগাছা এলাকায় চলে যায়। শুক্রবার দাদা সেখানে গিয়েছিল এবং সেখানেও বউদির সঙ্গে দাদার একপ্রস্থ বচসা হয়। সেখান থেকে বাড়ি ফেরার পরে বাড়ির সামনে মাঠে কি করে তার মৃত্যু হলো তা খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ। মৃত যুবকের স্ত্রীকে থানায় ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। তবে অতিরিক্ত মদ্যপানের ফলে এই মৃত্যু নাকি অন্য কিছু খেয়েছিল সে তাও তদন্ত করে দেখা হচ্ছে।

143 Views