আশিস কুমার ঘোষ, অশোকনগর
উত্তর ২৪ পরগনা কৃষিবিজ্ঞান কেন্দ্র-১ এর উদ্যোগে ভারত সরকারের ন্যাশনাল একাডেমী অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্ট এর সহযোগিতায় অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল ৩ দিনের আবহাওয়া উপযোগী মৎস্য চাষ প্রশিক্ষণ শিবির। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকার ৫০ জন মৎস্যচাষী এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নেন।। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পশু ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তীর্থ কুমার দত্ত, আইসিএআর-সেন্ট্রাল ইনল্যান্ড ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউটের ট্রেনিং অ্যান্ড এক্সটেনশন ইউনিটের প্রিন্সিপাল সায়েন্টিস্ট অ্যান্ড ইনচার্জ ড. অর্চন কান্তি দাস, অধ্যাপক ড. শিবকিঙ্কর দাস প্রমুখ। বক্তারা মৎস্যজীবীদের উন্নত পদ্ধতিতে কিভাবে মৎস্য চাষ করে স্বনির্ভর হওয়া যায় সে বিষয়ে তথ্যভিত্তিক প্রশিক্ষণ দেন। কোন কোন মাছ কোন জলাশয়ে চাষ করা লাভজনক এবং জলাশয়ের অবস্থা মাছ চাষের অনুকূল রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সে বিষয়ে চাষীদের হাতে কলমে শিখিয়ে দেন। ড. বচ্চন কুমার দাস জানান, তিনি ভারতবর্ষের ৮০০ জেলার মধ্যে বেশিরভাগ জেলার চাষীদের মাছ চাষের উপযোগী প্রশিক্ষণ দিয়ে ইতিমধ্যে স্বনির্ভর করেছেন। এই জন্য তিনি মহিলাদের এগিয়ে এসে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে মাছ চাষের পরামর্শ দেন। প্রশিক্ষণ শেষে কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে মৎস্য চাষীদের মাছের পোনা ও উপযোগী সরঞ্জাম প্রদান করা হয়।