অভিরূপ চক্রবর্তী, অশোকনগর

পরপর দুদিন দুটি পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ও লাখ লাখ টাকার ইলেকট্রিক্যাল ওয়্যার উদ্ধার করল অশোকনগর থানার পুলিশ। দুটি ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১ সেপ্টেম্বর অশোকনগরের শ্রমলক্ষী কলোনি থেকে একজন গাঁজা পাচারকারীকে বমাল ধরেছে পুলিশ। নদিয়া থেকে বস্তায় করে গাঁজা এনে তা পাচার করার চেষ্টা করছিল ওই যুবক। ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা-সহ তার মোটরবাইকটি আটক করেছে পুলিশ। ২ সেপ্টেম্বর ফের গোপন সূত্রে খবর পেয়ে বাইগাছি এলাকা থেকে তিন লক্ষাধিক টাকার চোরাই তার সহ একটি মিনি ট্রাক আটক করেছে পুলিশ। মঙ্গলবার হাবরা পুলিশ মহকুমার এসডিপিও প্রসেনজিৎ দাস ঘটনার বর্ণনা দিয়ে অশোকনগর থানার পুলিশ আধিকারিক চিন্তামণি নস্করের ভূয়সী প্রশংসা করেন। একইরকম ভাবে সদা-সতর্ক অশোকনগর থানার পুলিশের তারিফ করেন গোলবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রবীর মজুমদার। তার দাবি, অশোকনগর থানা সক্রিয় থাকার ফলে এলাকায় যেকোনও অপরাধ করার আগে অপরাধীরা আতঙ্কে থাকবে।

123 Views