আশিস কুমার ঘোষ

অশোকনগর কল্যাণগড় পুরসভার ৪ নং ওয়ার্ডের শিবকালী মন্দিরের ৭৫ বছর পূর্তি হচ্ছে এবছর। পূর্ববঙ্গ থেকে আগত কিছু ধর্মপ্রাণ মানুষের উদ্যোগে ১৯৪৯ সালে এই মন্দির গড়ে ওঠে। ধীরে ধীরে ভক্তদের সংখ্যা বেড়ে ওঠার ফলে মন্দিরের আমূল পরিবর্তন করা হয়। অশোকনগরে কল্যাণগড় পুরসভার উদ্যোগে ইতিমধ্যে মন্দির চত্বরে বসার জায়গা করে দেওয়া হয়। ৭৫ বছরকে স্মরণীয় করে রাখতে মন্দিরের পরিচালকমণ্ডলী এই মন্দিরের একটি সুদৃশ্য তোরণ নির্মাণের উদ্যোগ নিয়েছে । রবিবার সন্ধ্যায় রথযাত্রার পূণ্যদিনে অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার এই তোরণের শিলান্যাস করেন। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর দেবশ্রী রায়, মন্দির কমিটির সভাপতি, সম্পাদক সদস্য ও প্রচুর মহিলা ভক্তবৃন্দ।

201 Views