আশিস কুমার ঘোষ, অশোকনগর

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় শ্রীনগর হাবড়া নাট্যমিলন গোষ্ঠীর উদ্যোগে গত ২১ থেকে ২৩ মার্চ অশোকনগর শহীদ মঞ্চে অনুষ্ঠিত হলো নাট্যোৎসব ২০২৪। ২১ মার্চ প্রদীপ প্রজ্জ্বলন করে এই নাট্যোৎসবের সূচনা করেন নাট্যকার নির্দেশক রাজা গুহ। এরপর রাজা গুহকে দেওয়া হয় রতন ঘোষ স্মৃতি সম্মান। তারপর মঞ্চস্থ পরপর তিনটি নাটক। প্রথম পরিবেশিত নাটক রবির কিরণ। পরিবেশন করে বাগনা আলো নাট্য সংস্থা, দ্বিতীয় নাটক পরিবেশন করে শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী। তাদের নবতম প্রযোজনা”শেষ কথা”। রচনা -নির্দেশনা-দিলীপ ঘোষ। নাটকটি দর্শকের কাছে ভীষণ ভাবে প্রশংসিত হয়। নাটকটিতে আশুতোষ চরিত্রে দিলীপ ঘোষ দর্শকের মনের গভীরে প্রবেশ করে। প্রিয়তোষ চরিত্রে সুব্রত দাস, সুস্মিতা চরিত্রে শ্রাবণী সাহা সর্দার, নন্দিতা চরিত্রে বিউটি সর্দার সমানভাবে দর্শকের কাছে সমাদৃত হয়। নাটকটির আলোক পরিকল্পনায় ছিলেন মলয় বিশ্বাস। আবহ-বিউটি সর্দার, মঞ্চসজ্জায়-দীপাঞ্জনা ঘোষ, রূপসজ্জায়-মাধুরী ঘোষ। এদিনের শেষ নাটক পরিবেশন করে অশোক নগর অভিযাত্রী সাংস্কৃতিক সংস্থা। তাদের নাটক ছিল ছোট বড় কথা।
উৎসবের দ্বিতীয় দিন চারটি নাটক পরিবেশিত হয়। প্রথম নাটক ছিল তেঁতুল গাছ। পরিবেশন করে খাঁটুরা চিত্তপট। দ্বিতীয় নাটক পরিবেশন করে কোলকাতা স্বতন্ত্র। নাটক মাতঙ্গীনি। তৃতীয় নাটক পরিবেশন করে গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থা। তাদের নাটক বলাই। চতুর্থ নাটক পরিবেশন করে হাবড়া নান্দনিক। তাদের নাটক দাঙ্গা। তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনে দুটি পর্বে আট খানি নাটক পরিবেশিত হয়। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় স্কুল থিয়েটার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রথম নাটক মঞ্চস্থ হয় নাটক এবং তালনবমী। পরিবেশন করে অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়। নাটকটি প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় নাটক পরিবেশন করে দত্তপুকুর মহেশ বিদ্যাপিঠ। তাদের নাটক খাঁচা। নাটকটি দ্বিতীয় স্থান অধিকার করে। তৃতীয় নাটক পরিবেশন করে গোবরডাঙ্গা ছাত্রকল্যাণ বিদ্যাপীঠ। তাদের নাটক না মানুষের লড়াই। চতুর্থ নাটক পরিবেশন করে ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয়। তাদের নাটক নির্জলা। নাটকটি তৃতীয় স্থান অধিকার করে। এরপর দ্বিতীয় পর্ব শুরু হয় বিকাল সাড়ে পাঁচটায়। প্রথম নাটক মঞ্চস্থ করে গোবরডাঙ্গা নাবিক নাট্যম। তাদের নাটক নিহত শতাব্দী। দ্বিতীয় নাটক পরিবেশন করে বিরাটী ব্রাত্যসারথী। তাদের নাটক কোনো এক সন্ধ্যায়। তৃতীয় নাটক পরিবেশন করে আগরপাড়া কালপুরুষ। তাদের নাটক ডলস হাউস। নির্দেশক ছিলেন রাজা গুহ। চতুর্থ এবং শেষ নাটক পরিবেশন করে বিরাটী সারথী নাট্য সংস্থা।

21 Views