আশিস কুমার ঘোষ, অশোকনগর

অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির দ্বাদশ বার্ষিক মিলন উৎসব অনুষ্ঠিত হলো রবিবার অশোকনগর চড়ুইভাতী অনুষ্ঠান গৃহে। গণেশ বন্দনা ও চন্ডী পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সারা রাজ্য থেকে প্রায় ২৫০ পুরোহিত এই সম্মেলনে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, অশোকনগর কল্যাণগড় পুরসভার উপপুরপ্রধান ধীমান রায়, সিআইসি সদস্য কৃষ্ণা চক্রবর্তী, শ্রীকান্ত চৌধুরী, কাউন্সিলর প্রসেনজিৎ সাহা, প্রাক্তন সিআইসি সদস্য অনুপ রায় প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক মিলন আচার্য জানান, পুরোহিতদের পুজো অর্চনা সম্পর্কে সঠিক ধ্যান ধারণা ও নিয়ম কানুন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করানোর জন্য এই সমিতি গঠন করা হয়। এই সম্মেলন থেকে শিক্ষা নিয়ে পুরোহিতরা সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাবে। এই সম্মেলনে অশোকনগর এলাকার দুস্থ মানুষদের শীতবস্ত্র দেওয়া হয়। এছাড়া প্রতিবছর এই সমিতি গণ উপনয়নের ব্যবস্থা করে থাকে। যে সকল দুস্থ ব্রাহ্মণ তাদের সন্তানদের সঠিক সময়ে উপনয়ন-এর ব্যবস্থা করতে পারেন না তাদের জন্য এই সমিতি প্রতিবছর গণ উপনয়নের ব্যবস্থা করে থাকে। অন্যদিকে, সমিতির সভাপতি দীপেশ চট্টোপাধ্যায় জানান, তারা আগামী দিনে গণবিবাহের কর্মসূচি সংগঠিত করবেন।

64 Views