ওয়েব ডেস্ক : অশোকনগর প্রেস ক্লাব প্রাঙ্গণে পুলিনকৃষ্ণ দাস স্মৃতি মুক্ত মঞ্চে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘কবি প্রণাম’। এদিন অশোকনগর প্রেস ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানের সূচনায় রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ক্লাবের সদস্যরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন নন্দিনী পাল পরিচালিত সঙ্গম কালচারাল একাডেমির কলাকুশলীরা। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের অন্যতম উপদেষ্টা হিমাংশু দাস, গৌতম চক্রবর্তী, শিবশঙ্কর দাস, সভাপতি প্রলয় কুমার দত্ত, অন্যতম সদস্য পাঁচুগোপাল হাজরা, যুগ্ম সম্পাদক দিলীপ রায়, কোষাধ্যক্ষ উদয় শঙ্কর দাস প্রমুখ। কবিতা পাঠ করেন অন্যতম দুই সদস্য সুদিন গোলদার এবং সৈকত মিস্ত্রী। সঙ্গীত পরিবেশন করেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক অমর চক্রবর্তী, অন্যতম সদস্য আশিস কুমার ঘোষ, তাপস মজুমদার, নয়া প্রজন্মের সঙ্গীতশিল্পী সৌরভ সরকার, রাজজ্যোতি ব্যানার্জি, অপরাজিতা রায়, স্বস্তিকা ব্যানার্জি। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন সুশান্ত পাল ও গৌরাঙ্গ চ্যাটার্জি। সমগ্র অনুষ্ঠানে হ্যান্ডসানি এবং কি বোর্ডে সঙ্গত করেন সুদেব নন্দী ও বিজয় মণ্ডল। সঞ্চালক ছিলেন পাঁচুগোপাল হাজরা।

103 Views