আশিস কুমার ঘোষ, অশোকনগর

অশোকনগরের ঐতিহ্যমন্ডিত গার্লস হাইস্কুল অশোকনগর বাণীপীঠ বালিকা বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক) সাড়ম্বরে ৭৫তম বর্ষ উদযাপন করল। গত ২৫ থেকে ২৭ মার্চ নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপিত হলো এই বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী। স্বাধীনতার পরবর্তীকালে শিক্ষাদরদী কয়েকজন ব্যক্তির প্রচেষ্টায় ১৯৫০ সালে অশোকনগর গোলবাজারের কাছে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রথমে ছেলে ও মেয়েরা একসঙ্গে অধ্যয়ন করত এই বিদ্যালয়ে। পরবর্তীকালে বয়েজ সেকেন্ডারি স্কুল নামে ছেলেদের জন্য আলাদা স্কুল তৈরি হওয়ার পর এই স্কুলটি সম্পূর্ণ মেয়েদের জন্য চালু করা হয়। অশোকনগরের ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলোর মধ্যে বাণীপীঠ বিদ্যালয় অন্যতম। বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌমিতা চক্রবর্তী বসু জানান, পার্শ্ববর্তী অনেক স্কুলের থেকে এই স্কুলের ছাত্রী সংখ্যা অনেক বেশি। প্রায় দু হাজার ছাত্রীর পঠন-পাঠন হয় এই স্কুলে। ছাত্রীদের তুলনায় শিক্ষিকাদের সংখ্যা কম, তাই শিক্ষিকাদের অধিক পরিশ্রম করতে হয়। তিনদিনের এই অনুষ্ঠানে শিক্ষামূলক নানা অনুষ্ঠানসহ ছিল প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান শিক্ষিকা আরও জানান, বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলীকে স্মরণীয় করে রাখতে সারা বছর জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

84 Views