আশিস কুমার ঘোষ, গোবরডাঙ্গা

প্রতি বছরের মতো এবছরও বিজয়া সম্মেলন করল নাটকের শহর গোবরডাঙ্গার সুপরিচিত শিশু-কিশোর নাট্যদল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থা। গত ২৯ অক্টোবর দলের নিজস্ব মহলা কক্ষ উপাসনা নাট্য গৃহে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি, সম্পাদিকা-সহ অতিথিরা। সংস্থার ক্ষুদে শিল্পী অরণ্য সরকারের নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । দলের সদস্য, সদস্যরা নৃত্য, আবৃত্তি, সঙ্গীত ও আকাঙ্ক্ষার নবতম প্রযোজনা মানব পুতুল মহিষাসুর পালা মঞ্চস্থ করে। সামগ্রিক ভাবনায় সুজয় পাল ও সম্প্রিত দাস। নির্দেশনা দীপাঙ্ক দেবনাথ। উপস্থিত সমস্ত শিশু-সহ প্রত্যেকে এই পুতুল নাটক উপভোগ করেন। আকাঙ্ক্ষার পক্ষ থেকে সম্পাদিকা তনুশ্রী দেবনাথ (দত্ত) উপস্থিত সকলকে বিজয়ার শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

103 Views