আশিস কুমার ঘোষ, হাবরা

সংস্থার নিজস্ব উপাসনা নাট্যগৃহে সারাদিনব্যাপী একদিনের জাতীয় নাট্য কর্মশালা সংগঠিত করল গোবরডাঙ্গা আকাঙ্খা নাট্য সংস্থা। গত ২৮ মে আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আসাম অভিনব থিয়েটারের কর্ণধার, বিশিষ্ট পরিচালক ও নাট্যব্যক্তিত্ব দয়ালকৃষ্ণ নাথ। এই কর্মশালায় দলের ২৪ জন শিশু কিশোরকে প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত জোর দেওয়া হয় শারীরিক ব্যায়াম, অভিনয়, বাচিক শিল্পের উপর। বর্তমানে উচ্চ শিক্ষাস্তরে নাটক পড়ানো হয়। তাই কিভাবে এই নাটক মঞ্চস্থ করা হয় সেই বিষয়েও বোঝানো হয়।

এছাড়াও পঞ্চবেদ ও নাটকের জন্মকথা, ভরতের নাট্যশাস্ত্র, নাটকে নৃত্য এবং সংগীতের প্রভাব নিয়ে আলোচনা করেন দয়ালকৃষ্ণ নাথ। মনসংযোগ বৃদ্ধির উপায়, চিন্তাশক্তির বিকাশ কিভাবে ঘটানো সম্ভব এইসব বিষয়ের উপর কাজ করানো হয় এই কর্মশালায়। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তথা আসাম অভিনব থিয়েটারের কর্ণধার দয়াল কৃষ্ণ নাথ বলেন, ‘শিশুদের সঙ্গে সম্পূর্ণ দিনটি উপভোগ করতে পেরে আমি অত্যন্ত আপ্লুত ও আনন্দিত। পরবর্তীতে আবারও এমন কর্মশালায় উপস্থিত থাকার ইচ্ছা রইল। আমি তরুণ তুর্কি নাট্যদল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার সার্বিক সাফল্য কামনা করি।’

119 Views