আশিস কুমার ঘোষ, কলকাতা

৮ মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবসে কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো সুপর্ণা পাল বনিকের গ্রন্থ ‘তোমারই অপার মহিমা’। এই গ্রন্থ আন্তর্জাতিক যোগগুরু শ্রীশ্রী রবিশঙ্করকে নিয়ে লেখা হয়েছে। এদিন সুপর্ণা পাল বনিক জানান, মনকে চাপমুক্ত ও শরীরকে রোগমুক্ত রাখতে শ্রীশ্রী রবিশঙ্করজীর মূল্যবান নানান উপদেশ এই বইতে একত্রিত করা হয়েছে। এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী শ্রদ্ধানন্দজী মহারাজ, বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, দেবাশীষ বসু, সাহিত্যিক অলক রায় ঘটক, রাজা দাস, দীপন সেনগুপ্ত, সুব্রত পাল, মালিনী চৌধুরী প্রমুখ। গ্রন্থ প্রকাশ ছাড়াও এই অনুষ্ঠানে ক্লাসিক পাবলিশার্স নিবেদিত স্নেহদিয়া সম্পাদিত মহিলাদের একান্ত নিজস্ব পত্রিকা ‘হ্যালো অনন্যা’ প্রথম সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। উপস্থিত অতিথিদের সংবর্ধিত করেন ‘হ্যালো অনন্যা’র প্রধান সম্পাদক ড. তাপস কান্তি ঘোষ।

35 Views