ওয়েব ডেস্ক : ‘দাও শ্রমিকের ন্যায্য মজুরি, ফসলের ন্যায্য দাম, বেকারের কর্মসংস্থান, নইলে দড়ি ধরে মারবো টান রাজা-রানি ভেঙে হবে খান খান’ এই দাবি রেখে ১ মে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাইগাছিতে নবজাগরণ সংঘের মাঠে আইএসএফ-এর অশোকনগর বিধানসভা কমিটির ডাকে শ্রমজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রসেনজিৎ বসু, বিশ্বজিৎ মাইতি, তাপস ব্যানার্জি, সামসুর আলি মল্লিক, এম ডি কুতুবউদ্দিন এবং আইএসএফ-এর চেয়ারম্যান, বিধায়ক নওসাদ সিদ্দিকী।
শ্রম কোড আইন বাতিল করো, সরকারি নিয়োগে দুর্নীতি বন্ধ করো, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দাও, মনরেগা প্রকল্পে ৬০০ টাকা দৈনিক মজুরি, ২০০ দিনের কাজ সুনিশ্চিত করো, কৃষকের ন্যূনতম সহায়ক মূল্য গ্যারান্টি আইন পাশ করো, শ্রমিক ও খেতমজুরদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করো-সহ একাধিক দাবিতে সরব হন তারা। এই সমাবেশের প্রধান বক্তা নওসাদ সিদ্দিকী হলেও প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ায় দু-একটি কথা বলেই সভার সমাপ্তি ঘোষণা করেন তিনি।
45 Views