পার্থ মিত্র

শুরুর শেষ থাকে আর শেষের শুরু থাকে। আমাদের জীবন ঘিরে থাকে এক পূর্ণতা আর এক চরম শুন্যতা। ছোটো বিন্দু থেকে শুরু। তারপর রেখায় আবৃত হয়ে পূর্ণ হয় জীবন বৃত্তান্ত। ‘কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভোরে/ বল দেখি তুই মালি হয় সে কেমন করে’- এতো আমাদের চিরন্তন প্রশ্ন। আবাহন আমাদের বিসর্জনের দিকে টেনে নিয়ে যায়। সেখানেই হাতড়াই খুঁজি আমার সকালের রোদ। ফিরতে হয় সেই রোজকার নামচায়। এভাবেই একটার পর একটা দিনের পর দিন পরতে পরতে আমরা সত্যের সামনে দাঁড়াই মিথ্যাকে পেছনে রেখে। চারিদিকের আলোর রোশনাই শব্দের ভিড়ে যখন মুখর চারপাশ, ঠিক তখন এক অদ্ভুত মায়াবী শুন্যতায় ভরে থাকে সেই আঁতুরঘর, যেখান থেকে উঠেছিল প্রথম আলোর বিন্দু। বেজেছিল ঘন্টার প্রথম শব্দ। চলো মন ঘুরে আসি সেই নিকেতনে, মেখে আসি সেই ধুলো, যা আমার একান্ত মনের স্বর, আজও সেই আলো আঁধারির মাঝে আস্তে আস্তে জন্ম নেবে আবার আগামীর বীজ। কিন্তু এই শুন্যতাই আমাদের শিক্ষা দেবে বাঁচার মূল মন্ত্রের। দেবে শুন্যতা পূরণের খোঁজ।

ছবি : পার্থ মিত্র

93 Views