অমর চক্রবর্তী, অশোকনগর

আরজিকর কাণ্ডে এবার গর্জে উঠল অশোকনগর কল্যাণগড়ের একাধিক স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। বুধবার বিকেলে অশোকনগর এবং কল্যাণগড়-এর ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মীরা দুটি প্রতিবাদ মিছিল করল অশোকনগরে। আরজি করের বিচার চেয়ে ছাত্রছাত্রী বিচারযাত্রা ব্যানার রেখে একটি মিছিল শুরু হয় কল্যাণগড় বাজার থেকে এবং অপর মিছিলটি শুরু হয় অশোকনগর ৮ নম্বর কালিবাড়ি মোড় থেকে। দুটি মিছিলই এসে একত্রিত হয় অশোকনগর কচুয়া মোড়ে। সেখানে একটি ছোট্ট সভায় সংগীত, আবৃত্তি ও বক্তৃতার মাধ্যমে অভিযুক্তের ফাঁসির দাবি জানানো হয়। পদযাত্রায় অংশ নেন কলকাতার নেতাজি নগর কলেজের অধ্যাপিকা ঋতুপর্ণা চ্যাটার্জি। তিনি জানান, মানুষের কণ্ঠস্বরকে রোধ করার চেষ্টা করছে সরকার। এই আন্দোলনকে থমকে দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে তারা কিছুতেই থমকে থাকবেন না। যতদিন না পর্যন্ত প্রকৃত অপরাধীর ফাঁসি হয়, তাদের আন্দোলন চলবে। পাশাপাশি, অন্যান্য শিক্ষক-শিক্ষিকার সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন বিদ্যাসাগর বাণী ভবন স্কুলের প্রধান শিক্ষক মনোজ ঘোষও। তিনি জানান, এই জঘন্যতম অপরাধের মূল ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করার দাবিতে এই মিছিলের প্রয়োজন। দলমত নির্বিশেষে সকলেই এই মিছিলে অংশগ্রহণ করেছে।

176 Views