অমর চক্রবর্তী, অশোকনগর

রাম – বামের নোংরা রাজনীতির বিরুদ্ধে এবার পদযাত্রায় নামলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। এই পদযাত্রার ব্যানারে ‘দোষীদের ফাঁসি চাই’ দাবির পাশাপাশি দেখা গেল ‘রাম – বামের নোংরা রাজনীতি বন্ধ হোক’ দাবিও। মঙ্গলবার বিকেলে অশোকনগরের কল্যাণগড় মোড় থেকে বিশাল পদযাত্রা শুরু হয়। কচুয়া হয়ে চৌরঙ্গী মোড়ে শেষ হয় এই পদযাত্রা। সেখানে জনসভা করেন নারায়ণ গোস্বামী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারায়ণ গোস্বামী জানান, যেভাবে নোংরা রাজনীতি করছে বামফ্রন্ট এবং বিজেপি তার প্রতিবাদ হওয়া প্রয়োজন। পাশাপাশি চিকিৎসকদের কাছে অনুরোধ করেন মুমূর্ষ রোগীদের চিকিৎসা করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোরালো নেতৃত্বের প্রয়োজন কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্যাপারটির প্রতি নজর রাখছেন৷ জুলাইয়ের মিটিংয়ে তিনি বলেছেন, বিশেষ কারণে তিনি ব্যস্ত আছেন, যথাসময়ে মুখ খুলবেন তিনি। অন্যদিকে, অসুস্থ রোগীদের যাতে চিকিৎসা করেন ডাক্তারবাবুরা সে দাবিও তোলেন বিধায়ক।

84 Views