ওয়েব ডেস্ক : আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক তরুণীকে নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এই জঘন্য অপরাধের বিচারের দাবিতে সরব হলেন অশোকনগর প্রেস ক্লাবের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় প্রেস ক্লাব প্রাঙ্গণে মোমবাতি জ্বালিয়ে, হাতে কালো ফিতে বেঁধে কথায় কবিতায় গানে প্রতিবাদ জানান তাঁরা৷ শুরুতে নিহত তরুণী চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। এরপর সদস্যরা একে একে মোমবাতি প্রজ্বলন করেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আরজি কর বিচার চাই’ শ্লোগান তোলেন। পোস্টার তৈরি করে রঙ তুলির মাধ্যমে প্রতিবাদ করেন ক্লাবের কার্যকরী কমিটির সদস্য, সাংবাদিক, চিত্রকর পার্থ মিত্র। আরজি কর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি শ্যামল চ্যাটার্জি, যুগ্ম সম্পাদক দিলীপ রায়, কোষাধ্যক্ষ উদয় শঙ্কর দাস, অন্যতম সদস্য কার্তিক ইন্দু, তরুণ নন্দী, সঞ্জীব সরকার প্রমুখ। কবিতা পাঠ করেন অন্যতম সদস্য সুদিন গোলদার, পাঁচুগোপাল হাজরা ও নন্দিনী পাল। সঙ্গীত পরিবেশন করেন যুগ্ম সম্পাদক অমর চক্রবর্তী ও দিলীপ রায়। সঞ্চালক ছিলেন পাঁচুগোপাল হাজরা। উপস্থিত ছিলেন সহসম্পাদক সুজিত দাস, অন্যতম সদস্য গৌতম সমাদ্দার, স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ চক্রবর্তী প্রমুখ।

97 Views