আশিস কুমার ঘোষ, গাইঘাটা

শ্রমের বোঝা নয় শৈশব হোক আনন্দময়। এই মন্ত্র নিয়েই ১৪ নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিনে, শিশু দিবস উপলক্ষে গাইঘাটা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের এবং পার্শ্ববর্তী আদিবাসী পাড়ার প্রান্তিক শিশুদের নিয়ে শিশু দিবস পালন করল গোবরডাঙ্গা ইচ্ছে উড়ান স্বেচ্ছাসেবী সংস্থা। প্রান্তিক শিশুদের নিয়ে প্রতিযোগিতামূলক খেলাধুলার পাশাপাশি এদিন সেইসব পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রীও তুলে দেয় ইচ্ছে উড়ান।
এদিন এনিয়ে সংস্থার কর্ণধার পার্থ অধিকারী বলেন, শিশু দিবসের মতো শুভদিনে প্রান্তিক শিশুদের নিয়ে আমরা ইচ্ছে উড়ান পরিবার একটা দিন কাটালাম। তাদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম এবং প্রতিযোগিতার শেষে তাদের পুরস্কৃত করা হলো। এছাড়াও সমাজের প্রান্তিক অংশের প্রায় ৫০ জন মেধাবী পড়ুয়ার হাতে তুলে দেওয়া হলো শিক্ষা সামগ্রী। আজকের এই দিনে ছোট ছোট শিশুদের সাথে কাটিয়ে তাঁরা খুব খুশি বলে জানান ইচ্ছে উড়ান-এর সদস্যরা। ইচ্ছে উড়ান মানুষের সেবায় মানুষের পাশে আছে বলে দাবি করেন পার্থ অধিকারী।

123 Views