আশিস কুমার ঘোষ, কলকাতা

ইসকনের উদ্যোগে ৫৩তম কলকাতা রথযাত্রা উৎসব উদযাপিত হবে। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে উদ্যোক্তাদের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয় যে, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্যশীল প্রভুপাদের পশ্চিমা বিশ্বের প্রথম রথযাত্রা ১৯৬৭ সালের ৯ জুলাই ফ্রান্সিসকোতে আয়োজন করা হয়। এবার ১৫০টির বেশি দেশে ৭০০-রও বেশি নগরে ইসকনের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। কলকাতায় রথযাত্রা উৎসব শুরু হবে আগামী ৭ জুলাই রবিবার। এদিন অ্যালবার্ট রোডে ইসকন মন্দির প্রাঙ্গণে দুপুর ২টোয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রথযাত্রা উৎসবের উদ্বোধন করবেন। ইসকনের এই রথযাত্রা হাঙ্গার ফোর্ট স্ট্রিট, এজেসি বোস রোড, হাজরা রোড, এক্সাইড ক্রসিং, জেএল নেহেরু রোড, আউটট্রাম রোড হয়ে সোজা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছোবে বলে জানান তাঁরা।

87 Views