আশিস কুমার ঘোষ, হাবড়া

উত্তর হাবড়া আরপি স্কুলের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকশিক্ষিকাদের এক বর্ণাঢ্য পদযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপর বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভঞ্জ সরকার। মঙ্গলদীপ জ্বালিয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। উপস্থিত ছিলেন উপপুরপ্রধান সিতাংশু দাস, স্থানীয় পুরপ্রতিনিধি সুজিত বিশ্বাস, সুলতা মজুমদার, স্থানীয় উত্তর হাবড়া সেবা সংঘের কার্যকরী সভাপতি, সাধারণ সম্পাদক, নর্থ হাবড়া ইউনাইটেড ক্লাবের কর্মকর্তারা ও আশেপাশের বিভিন্ন বিদ্যালয়ের প্রধানরা। উপস্থিত অতিথিদের বরণ করার পরে বিদ্যালয়ের প্রায় ৩০০ প্রাক্তনীকে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে বরণ করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যের পর যাদুকর সুভাষ চক্রবর্তীর ম্যাজিক শো সকলকে আনন্দ দান করে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী মানসী ঘোষ দস্তিদার, ভারতী নট্ট, সুনীতা পালর সঙ্গীত সকলকে মুগ্ধ করে। সবশেষে মোম গাঙ্গুলী বিশ্বাসের পরিচালনায় উপাসনা ড্যান্স একাডেমীর শিল্পীদের নৃত্যানুষ্ঠান অনুষ্ঠানের আলাদা মাত্রা এনে দেয়।

49 Views