ওয়েব ডেস্ক : ভিন্ন স্বাদের অনুষ্ঠান উপহার বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘কন্ঠস্বর’-এর। শ্রুতি নাটক, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘কন্ঠস্বর’-এর ‘কথা-শুধু-কথা’। রবিবার বিকেলে অশোকনগর কল্যাণগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৬০ জন শিশু ও কিশোর বাচিক শিল্পী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে পারমিতা মুখার্জি ও তৃষ্ণা সাহা। নৃত্য পরিবেশন করে অদ্রিজা বিশ্বাস, সুজাতা রায়, শ্রাবণী বিশ্বাস এবং অতিথি শিল্পী খুসবু নাহা। এদিন, কন্ঠস্বর-এর প্রতিষ্ঠাতা প্রদীপ মুখার্জির স্বাগত ভাষণের পর শুরু হয় কথা-শুধু-কথা। সংস্থার সর্বকনিষ্ঠ সদস্য শৌর্যদীপ্ত সাহা একক আবৃত্তি পরিবেশন করে। শুরু হয় কবিতাকে ঘিরে বর্ণময় নানা অনুষ্ঠান।

কন্ঠস্বরের পক্ষে প্রদীপ মুখার্জি জানান, ২০০৬ সালে এই সংস্থার জন্ম। ২০১১ সালের ১৪ জুন আত্মপ্রকাশ অনুষ্ঠান ‘প্রথম আলাপন’। এরপর ২০১৫ সালে, ২০১৬ এবং ২০২২ সালে আয়োজিত হয় কথা-কবিতার আসর। সেই অর্থে কন্ঠস্বর-এর এদিন ছিল পঞ্চম প্রয়াস। শ্রুতি নাটকের পাশাপাশি ছিল একক ও সমবেত আবৃত্তি, গল্প পাঠ, নৃত্য, পাঠাভিনয় এবং সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন পারমিতা মুখার্জি। সংস্থার সদস্য শিশু-কিশোর বাচিক শিল্পীদের সাবলীল অনুষ্ঠান উপভোগ করেন বহু মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান পরিষদ সদস্য কৃষ্ণা চক্রবর্তী। তিনি কন্ঠস্বর-এর সাফল্য কামনা করেন এবং সবাইকে বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

133 Views