ওয়েব ডেস্ক : আর মাত্র একদিন রয়েছে এই সুযোগ। প্রকৃতির কোলে প্রকৃতিসন্তানদের জীবনযাত্রার ছবি দেখতে হলে চলুন দে-পাড়া বালিয়াডাঙা গ্রামে। শনিবার এই গ্রামে শুরু হয়েছে করম পুজো। পুজো প্রাঙ্গনে করম পুজো নিয়ে চলছে এক ব্যতিক্রমী ফটোগ্রাফি বা আলোকচিত্র প্রদর্শনী। প্রসঙ্গত, শিল্পী তার সৃষ্ট শিল্পকর্মকে যথাযথ মর্যাদায় উন্নীত করতে পারে তার উপস্থাপনার মাধ্যমে। চিত্রগ্রাহক জীবনের বিভিন্ন মুহূর্তের, বিভিন্ন ঘটনার, আনন্দের বা দুঃখের উৎসবের সাক্ষী থাকেন নিজে। আর সেই অদ্ভুত সব মুহূর্তকে লেন্সবন্দি করে রাখেন। লেন্সবন্দি এইসব ছবি পরে কোনও ডকুমেন্টেশন হিসেবে ব্যবহার করা হয়। সময়ের নিরিখে তা অনন্য মাত্রা যোগ করে। উৎসব বা পুজোও ঠিক তেমনই একটা বিষয়। কিন্তু যখন তা কোনও জনজাতি বা জনগোষ্ঠীর পুজো বা উৎসব হয়, সেটা হয়ে ওঠে আরও অনন্য। এবার সেই অনন্য মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করেছেন চিত্রগ্রাহক পার্থ মিত্র ও শান্তুনু চ্যাটার্জী। আর সেইসব ছবির প্রদর্শনী চলছে প্রত্যন্ত গ্রামের মধ্যে চারিধার খোলা নরম ঘাসের গালিচা বেছানো মাঠে। যেখানে কান পাতলেই শোনা যায় ঢোল মাদলের শব্দ। মূলত এই প্রদর্শনীর দর্শকরাই ছবিগুলির মূল কেন্দ্রীয় চরিত্র।

সম্পূর্ণ অন্য মাত্রার এই ফটোগ্রাফি বা আলোকচিত্র প্রদর্শনীর দর্শক হতে পারেন আপনিও। তবে এই প্রদর্শনীতে পাওয়া যাবে না কোনও নিক্ষিপ্ত করা আলোছায়া৷ থাকবে না ঠাণ্ডা বয়ে যাওয়া হাওয়া। কিন্তু প্রকৃতির কোলে প্রকৃতিসন্তানদের জীবনযাত্রার ছবি দেখার এক ভিন্ন স্বাদ পাবেন। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানা এলাকার দে-পাড়া বালিয়াডাঙায় করম পুজো প্রাঙ্গনে এই প্রদর্শনী আয়োজন করেছেন দুই ফটোগ্রাফার শান্তনু চ্যাটার্জি ও পার্থ মিত্র। তারা জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ছবি তোলেন তারা এবং সেই ছবিগুলো তুলে বিভিন্ন প্রদর্শনী বা প্রতিযোগিতায় পাঠান। ওইসব প্রদর্শনী বা প্রতিযোগিতায় ছবি দেখার দর্শক সম্পূর্ণ আলাদা৷ বহুক্ষেত্রেই ছবির বিষয়ের মধ্যে দর্শক নিজেকে খুঁজে পাবেন না। কিন্তু এখানে প্রদর্শনীর দৃষ্টিভঙ্গি অন্যরকম। পার্থ মিত্র বলেন, ‘যাদের ছবি তুলছি তাদেরই গ্রামের আঙিনায় তাদের ছবির প্রদর্শনীর আয়োজন করেছি। তারা তাদের ছবি দেখতে পেয়ে বেশ আনন্দিত। সর্বোপরি একদল নবীন মানুষের কাছে এই ছবিগুলি এই বার্তা পৌঁছে দিচ্ছে যে, আজকের তথ্য সংরক্ষিত হলে তা আগামীর কাছে তাদের পরম্পরা পৌঁছে দেবে। এভাবেই কোনও গোষ্ঠী সময়ের সঙ্গে সঙ্গে থেকে যাবে।’ উল্লেখ্য, দে-পাড়া বলিয়াডাঙা গ্রামের মুষ্টিমেয় কয়েকঘর ওরাং সম্প্রদায়ের মানুষের উদ্যোগে এবারও আয়োজিত হয়েছে করম পুজোর উৎসব। এই উৎসবকে ঘিরে গত ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। চলবে আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত। প্রদর্শনীর পাশাপাশি একই সঙ্গে দেখা যাবে গ্রামবাসীদের করম পুজোর বিভিন্ন উপাচার।

42 Views