আশিস কুমার ঘোষ, কলকাতা

ছোট ছবির বড়ো উৎসব আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আগামী ২১ জানুয়ারি। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এই উৎসবে ৩০টি দেশের ২৫০টিরও বেশি শর্ট ফিল্ম প্রদর্শিত হবে। সেরা শর্টফিল্ম, সেরা বিদেশি ছবি, সেরা ইণ্ডিয়ান ফিল্ম, সেরা বাংলা ছবি, সেরা ডকুমেন্টারি ফিল্ম, এ্যানিমেশন মুভি, ট্রাইবাল ফিল্ম এই ফেস্টিভ্যাল-এ থাকছে। সেরা পরিচালক, সেরা অভিনেতা, অভিনেত্রী, শিশু শিল্পী, শিশু পরিচালক, গায়ক, সঙ্গীত পরিচালক-সহ এমন মোট ২০টি বিভাগে থাকছে পুরস্কার। মঙ্গলবার রোটারী সদনে আয়োজকদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে এই তথ্য জানানো হয়।

34 Views