আশিস কুমার ঘোষ, কলকাতা
ট্রাভেল অপারেটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হলো ৩ দিনের পর্যটন মেলা ‘গ্লোবাল ট্রাভেল মার্ট’। সারা দেশের বিভিন্ন রাজ্যের প্রায় ১০০টিরও বেশি ভ্রমণ সংস্থা ও হোটেল ব্যবসায়ী এই পর্যটন মেলায় অংশগ্রহণ করছে। শনিবার বিহার সরকারের পর্যটনমন্ত্রী প্রেম কুমার প্রদীপ প্রজ্জ্বলন করে এই মেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী, নৃত্যশিল্পী অমিতা দত্ত, ইন্ডিয়ান ট্যুরিজমের সহঅধিকর্তা জয়ন্ত বিশ্বাস, রাজ্য ট্যুরিজমের সহঅধিকর্তা উৎপল মজুমদার প্রমুখ। উদ্যোক্তারা জানান, পুজোর ছুটিতে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ প্যাকেজ চালু করা হয়েছে এই মেলায়।
118 Views