আশিস কুমার ঘোষ, কলকাতা
আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ১লা মার্চ কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর )-এ অনুষ্ঠিত হবে পূর্বোদয় লিটারেচার ফেস্টিভেল ২০২৫। পূর্ব ভারতের সাতটি রাজ্যের প্রতিনিধিরা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবেন। গত বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান আইএসসিএস এর ডিরেক্টর অরিন্দম মুখার্জি। হিমালয়ান ল্যাংগুয়েজ-সহ বিভিন্ন রাজ্যের আঞ্চলিক ভাষা নিয়ে আলোচনা, ফিল্ম শো, বই প্রকাশ, সাহিত্য, সংস্কৃতি, অঙ্কন-সহ নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন থাকছে। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনও প্রবেশ মূল্য লাগবে না। ২৭ ফেব্রুয়ারি এই ফেস্টিভেলের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুলেখিকা রূপসা দাশগুপ্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগীয় প্রধান ড. কমল কিশোর মিশ্র, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা, বিশিষ্ট নৃত্যশিল্পী অলোকানন্দা রায় প্রমুখ।