ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার স্থানীয়পাড়া চণ্ডীগড়ে কল্পেশ্বর শিবমন্দিরে বাউলগানের আসর মাতিয়ে দিলেন বাউলশিল্পী বাসুদেব রাজবংশী ও মনফকিরা লোকদল। সোমবার এই মন্দিরের দশম বাৎসরিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাসুদেব রাজবংশী এবং মনফকিরা লোকদল-এর অপর বাউলশিল্পী মান্টি বড়ুয়া। তাদের সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন হাজার হাজার মানুষ।
প্রসঙ্গত, বারাসাত নিবাসী প্রয়াত গোবিন্দ বোস-এর সুযোগ্য কনিষ্ঠ পুত্র শুভাশিস বোস ও তাঁর পরিবার ২০১৫ সালে পৌষ পূর্ণিমার পূণ্য তিথিতে কল্পেশ্বর শিবমন্দির প্রতিষ্ঠা করেন। গত ১৩ জানুয়ারি সোমবার পৌষ পূর্ণিমার পূণ্য তিথিতে ছিল কল্পেশ্বর শিবমন্দিরের দশম বাৎসরিক অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের সূচনা হয় ১২ জানুয়ারি রবিবার। ওইদিন সন্ধ্যায় সংস্কৃতিক মঞ্চে প্রথমে পদাবলী কীর্তন পরিবেশন করেন শিল্পী অভিজিৎ দেবনাথ। পরে শিব তাণ্ডবের ওপর নৃত্য পরিবেশন করেন জি বাংলা খ্যাত সবুজ মন্ডল ও কুমার হালদার এবং সঙ্গীত পরিবেশন করেন কল্লোল চক্রবর্তী। সোমবার সকাল ১০টায় মন্দিরের ধ্বজা উত্তোলন, কুমারী পুজো, হোম- যজ্ঞ-এর মধ্য দিয়ে কল্পেশ্বর বাবার আরাধনা শুরু হয়। আশেপাশের গ্রাম, বারাসাত ও দূর দূরান্ত থেকে আগত সাধু সন্ত, ভক্তদের উপস্থিতিতে কল্পেশ্বর মন্দির এক তীর্থক্ষেত্র হয়ে ওঠে। পুজো শেষে শুরু হয় ভোগ বিতরণ। প্রায় তিন হাজার মানুষ ভোগ গ্রহণ করেন। এদিন সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে কল্পেশ্বর মন্দির নিয়ে নির্মিত পার্থ মিত্র পরিচালিত তথ্যচিত্র ‘কল্পেশ্বর আলোর উৎসের খোঁজে’ পরিবেশিত হয়। পরে সাংস্কৃতিক মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন মনফকিরা লোকদল-এর শিল্পীরা। বাউল ও লোকগান পরিবেশন করেন মান্টি বড়ুয়া ও প্রখ্যাত বাউলশিল্পী বাসুদেব রাজবংশী।

80 Views