আশিস কুমার ঘোষ, কল্যাণগড়

অশোকনগরের কল্যাণগড় বিদ্যামন্দিরে গত ২৩ মার্চ কয়াডাঙ্গার অমূল্য চন্দ্র নন্দী রিদম মিউজিক কলেজের উদ্যোগে ঢাক প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়ে গেল। উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার উপজেলাশাসক শৌভিক ভট্টাচার্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক দেবাশীষ মন্ডল, ঢাকুরিয়া মধুসূদন মঞ্চের প্রশাসনিক আধিকারিক সঞ্জয় চক্রবর্তী, ঢাকি সম্রাট পদ্মশ্রী গোকুল দাস, পন্ডিত দুলাল নট্ট, অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার, উপপুরপ্রধান ধীমান রায়, কাউন্সিলর অদিতি সিং, বলো কলকাতা টিভির কর্ণধার সৌমিক সান্যাল প্রমুখ। রবীন্দ্র ভারতীর প্রশিক্ষিত সুযোগ্য ঢাকি সজল নন্দীর তত্ত্বাবধানে ৪৫ জন মহিলা ঢাকি-সহ মোট ৫৫ জন এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নেন। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সুব্রত নট্ট।

25 Views