আশিস কুমার ঘোষ, কল্যাণগড়

সমাজ সেবামূলক কর্মকাণ্ডে হাবরা অশোকনগরের মধ্যে অগ্রণী সংস্থা কল্যাণগড় সুহৃদ সংঘ। প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে এই ক্লাব নানা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের উদ্যোগ নিয়েছে। রবিবার এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই কর্মকাণ্ডের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর ২৪ পরগনা জেলাপরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার, সিআইসি সদস্য কৃষ্ণা চক্রবর্তী, সমীর দত্ত, পদ্মশ্রী ঢাকি সম্রাট গোকুল দাস, স্থানীয় কাউন্সিলর দেবশ্রী রায়, সঞ্জয় রাহা, বিখ্যাত ক্রীড়াবিদ সঞ্জয় সেন, মনোরঞ্জন ভট্টাচার্য প্রমুখ। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে দুস্থ ছাত্র-ছাত্রীদের হাতে এক বছরের শিক্ষা সামগ্রী তুলে দেন বিধায়ক নারায়ণ গোস্বামী। এছাড়া সংস্থার পক্ষ থেকে দুস্থ আয়াদের যাতায়াতের সুবিধার জন্য তাদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয় এবং কিছু মেডিকেল সরঞ্জাম অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধানের হাতে তুলে দেওয়া হয়।

সুহৃদ সংঘের সভাপতি বাপ্পা দাস জানান, প্রতিশ্রুতি মতো এলাকার দরিদ্র মানুষের মৃত্যু হলে তৎক্ষণাৎ সৎকারের জন্য সংস্থার পক্ষ থেকে যে এক হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। ইতিমধ্যে চারটি পরিবারের হাতে সেই অর্থ তুলে দেওয়া হয়েছে। এদিন সংস্থার মাঠে অনুষ্ঠিত হয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সঞ্জয় সেন ও মনোরঞ্জন ভট্টাচার্য। এদিন মঞ্চে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, অশোকনগর বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গনে খুব শীঘ্রই ফুটবল প্রশিক্ষণের কেন্দ্র গড়ে তোলা হবে। এখান থেকেই উদীয়মান খেলোয়াররা বাংলার ক্রীড়া জগতে যাতে বিশেষ স্থান তৈরি করতে পারে সেই জন্য রাজ্যের ক্রীড়া দপ্তরের সহযোগিতায় উত্তর ২৪ পরগনা জেলাপরিষদ এই কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা করেছে।

10 Views