ওয়েব ডেস্ক : কাদামাটির মধ্যে অর্ধেক ডুবে যাওয়া গরুকে উদ্ধার করল স্থানীয় যুবকেরা। এটা কোনও মাঠের বা গ্রামের মাটির রাস্তার ঘটনা নয়, এই ঘটনা ঘটেছে অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার ৮ নং স্কিম কালিবাড়ি মোড়ে। দীর্ঘদিন ধরে এই পুরসভা এলাকায় ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান’ পানীয় জল প্রকল্পের পাইপলাইনের কাজ চলছে। গত কয়েকমাস ধরে ৮ নং কালিবাড়ি মোড়ে গভীর গর্ত করে এই প্রকল্পের কাজ করে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার কর্মীরা। ক’দিন আগে মাটি চাপা দিয়ে ওই গর্ত বন্ধ করে তারা। বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টি হওয়ায় মাটি নরম হয়ে যায় এবং বসে যায়। আর তাতেই বিপত্তি ঘটে।

এদিন রাত ১০টা নাগাদ সেই নরম মাটিতে একটি গরু অর্ধেক ঢুকে যায়। ছটফট করতে থাকে অবলা ওই প্রাণী। ওই পরিস্থিতি নজরে পড়তে স্থানীয় যুবকেরা ছুটে আসেন। তারা সবাই মিলে গরুটিকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু সেটা সহজে হয় না। দমকল দফতরে খবর দেন তাঁরা। পাশাপাশি গরুটির প্রাণ রক্ষার জন্য চেষ্টাও চালিয়ে যেতে থাকেন। এরপর মোটা দড়ি এনে তা দিয়ে শেষ পর্যন্ত গরুটিকে উদ্ধার করতে সক্ষম হন তাঁরা। প্রায় ঘণ্টা দুয়েকের পরিশ্রমে গরুটির প্রাণ রক্ষা করেন ওই যুবকেরা। তখন দমকল দফতর ফোন করে ঘটনাস্থল কোথায় জানতে চাইলে তাঁরা জানিয়ে দেন যে, আর আসার দরকার নেই। স্থানীয় যুবকদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। উল্লেখ্য, ওই স্থান এখন দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে।

124 Views