ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিয়ে বিরোধী দলগুলিকে হয়রানির করা নিয়ে ভারতের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, এই ধরনের পদক্ষেপগুলি সাধারণ নির্বাচনে সুষ্ঠু লড়াইয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। সোমবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, দোলা সেন এবং সাকেত গোখলেকে নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার এবং অন্যান্য কমিশনারদের সঙ্গে দেখা করেন এবং একটি অভিযোগ পত্র জমা দেন। ওই অভিযোগ পত্রে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারের কথা-সহ সাতটি ঘটনার তালিকাও তুলে ধরেন তাঁরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সেন্টাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই), জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং আয়কর (আইটি) বিভাগ তৃণমূল সাংসদ, বিধায়ক বা কর্মীদের বিরুদ্ধে কাজ করছে বলেও অভিযোগ পত্রে উল্লেখ করেন তৃণমূল প্রতিনিধি দল। এনিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

57 Views