ওয়েব ডেস্ক : অশোকনগর শেরপুরে চড়ুইভাতি অনুষ্ঠান গৃহে অনুষ্ঠিত হলো ক্যান্সার প্রতিরোধে সচেতনতা শিবির এবং বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির৷ রবিবার তহমীনা খাতুন মেমোরিয়াল ফাউন্ডেশন ও তহমীনা খাতুন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এবং অশোকনগর প্রেস ক্লাব, নওজোয়ান ভারত অ্যাসোসিয়েশন ও এপিএ ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডা : শান্তনু আচার্য, ডা : অর্পণ ঘোষ, ডা : কুন্তল রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক-লেখক ডা : ভবানীপ্রসাদ সাহু এবং ডা : অভিষেক দাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান পরিষদ সদস্য (স্বাস্থ্য) সমীর দত্ত, অশোকনগর থানার ওসি চিন্তামনি নস্কর, অপর আধিকারিক সমীর মণ্ডল প্রমুখ। এদিন এই শিবিরে প্রায় ২০ জনের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ক্যান্সার প্রতিরোধে কি করা উচিত তা নিয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা : শান্তনু আচার্য এবং উপস্থিত চিকিৎসকরা। শ্রোতাদের ক্যান্সার সম্পর্কিত একাধিক প্রশ্নের উত্তরও দেন তাঁরা। উল্লেখ্য, এই শিবিরে আসা রোগীদের প্যাথলজিক্যাল টেস্ট ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্যে করার প্রতিশ্রুতি দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আরোগ্য ডায়াগনস্টিক সেন্টার।

110 Views