আশিস কুমার ঘোষ, গাইঘাটা
ইণ্ডিয়ান ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মার ক্রিকিংডম ক্রিকেট একাডেমীর নতুন শাখা খোলা হলো পশ্চিমবঙ্গে। সোমবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটার শেমফোর্ড ফিউচারিস্টিক স্কুলে এই শাখার উদ্বোধন করেন রোহিত শর্মার ভাই ক্রিকিংডম ক্রিকেট একাডেমীর হেড বিশাল শর্মা। উপস্থিত ছিলেন ক্রিকিংডম-এর ডেভেলপমেন্ট অফিসার সুশীল শর্মা, সেলস ম্যানেজার গুরুরাজ ওয়াই এস প্রমুখ। ৬ থেকে ১৬ বছরের শিশুদের উন্নতমানের ক্রিকেটার তৈরি করা এই একাডেমীর উদ্দেশ্য। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে চালু হওয়া এই একাডেমী ইতিমধ্যে ৭টি দেশে ৫০টির বেশী সেন্টারে ক্রিকেট কোচিং শুরু করেছে। এদিন শেমফোর্ড স্কুলের ম্যানেজিং ডিরেক্টর চিরন্তনা কর জানান, স্কুলের শিক্ষার্থীদের বাইরে ও স্থানীয় এলাকার ক্রিকেটপ্রেমী শিশুরা এই একাডেমীতে প্রশিক্ষণের সুযোগ পাবে। বিশেষ করে মহিলা ক্রিকেটারদের জন্য এই একাডেমী ১০০ শতাংশ স্কলারশিপের ব্যবস্থা রেখেছে। এছাড়া আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।
ছবি : শান্তনু চ্যাটার্জি