ওয়েব ডেস্ক: গানে কথায় কবিতায় অশোকনগর প্রেস ক্লাবের উদ্যোগে পুলিনকৃষ্ণ দাস স্মৃতি মুক্ত মঞ্চে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ‘আমার ভাষা মাতৃভাষা হোক’ শ্লোগান সামনে রেখে ২১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান পরিষদ সদস্য কৃষ্ণা চক্রবর্তী, কাউন্সিলর তাপস ভট্টাচার্য, সজল মালাকার, হাবড়া থানার ইনস্পেকটর ইনচার্জ তথা সার্কেল ইনস্পেকটর অনুপম চক্রবর্তী, অশোকনগর থানার ওসি চিন্তামনি নস্কর, গাইঘাটা থানার ওসি রাখহরি ঘোষ প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনিমেষ চক্রবর্তী।
এরপর স্বাগত ভাষণ দেন অশোকনগর প্রেস ক্লাবের সভাপতি প্রলয় কুমার দত্ত। প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালনের পর ভাষা দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন পুরপ্রধান পরিষদ সদস্য কৃষ্ণা চক্রবর্তী, কাউন্সিলর তাপস ভট্টাচার্য, প্রেস ক্লাবের প্রবীণ সদস্য হিমাংশু দাস, দেবদাস চট্টোপাধ্যায়, গোবরডাঙ্গা প্রেস ক্লাবের স্বপন দাস, অশোকনগর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক দিলীপ রায়, বাসুদেব সেন প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন প্রেস ক্লাবের অন্যতম সদস্য আশিস কুমার ঘোষ। স্বরচিত কবিতা পাঠ করেন প্রেস ক্লাবের অন্যতম সদস্য সুদিন গোলদার ও কৌস্তভ ঘোষ। আবৃত্তি করেন প্রেস ক্লাবের অন্যতম সদস্য পাঁচুগোপাল হাজরা ও প্রেস ক্লাব পরিবারের শিশু সদস্য রোহিত কর্মকার।
দ্বিতীয় পর্যায়ে ছিল অশোকনগর প্রেস ক্লাব চতুর্থ বর্ষপূর্তি স্মরণিকার আনুষ্ঠানিক প্রকাশ। এদিন এই স্মরণিকা প্রকাশ করেন হাবড়া থানার আইসি তথা সিআই অনুপম চক্রবর্তী। একুশের তাৎপর্য নিয়ে সহজ সরল ভাবে অসাধারণ বক্তব্য রাখেন তিনি। এরপর বক্তব্য রাখেন গাইঘাটা থানার ওসি রাখহরি ঘোষ ও অশোকনগর থানার ওসি চিন্তামনি নস্কর। প্রেস ক্লাব ও স্মরণিকা প্রসঙ্গে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক অমর চক্রবর্তী ও দিলীপ রায়। সভাপতি প্রলয় কুমার দত্তের সমাপ্তি ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন পাঁচুগোপাল হাজরা।
8 Views