আশিস কুমার ঘোষ, অশোকনগর

রবিবার গুরু পূর্ণিমার দিনে অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাইস্কুলে এক অভিনব গুরু পুজোর আয়োজন করা হলো। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর মোট ৩৫ জন ছাত্রছাত্রী এদিন তাদেরই পিতামাতাকে পুজো করল। পিতামাতার পা ধুয়ে, ফুল দিয়ে, প্রদীপ প্রজ্জ্বলন করে বরণ করে তাদের প্রণাম করে গুরু বন্দনা করল ছাত্রছাত্রীরা। পিতামাতারাও প্রাণ ভরে আশীর্বাদ করলেন তাদের সন্তানদের। বিদ্যালয়ের তরফ থেকে গুরুদের হাতে তুলে দেওয়া হয় ফল ও মিষ্টির থালা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মনোজ ঘোষ জানান, ছাত্রছাত্রীদের কাছে প্রথম গুরু হচ্ছে তাদের পিতা ও মাতা। যেসব শিশুরা তাদের মা বাবাকে শ্রদ্ধা করতে শিখবে, তারা পরবর্তীতে সকল গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হবে। এই ভাবনা থেকে বেশ কয়েক বছর ধরে এই বিদ্যালয়ে গুরু পূর্ণিমা উদযাপন করা হয়। রবিবার ছুটির দিন থাকা সত্ত্বেও বিদ্যালয়ের এই অনুষ্ঠানে বহু ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

112 Views