আশিস কুমার ঘোষ, গোবরডাঙ্গা

নাটকের শহর হিসেবে পরিচিত গোবরডাঙ্গায় পৌর নাট্য সমন্বয়ের উদ্যোগে পুরসভার সহযোগিতায় গোবরডাঙ্গা টাউন হলে শুরু হলো প্রথম বর্ষ গোবরডাঙ্গা নাট্যমেলা। শনিবার সন্ধ্যায় এই নাট্যমেলার উদ্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ তথা নাট্যব্যক্তিত্ব পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহা, গোবরডাঙ্গা পুরসভার পুরপ্রধান শঙ্কর দত্ত প্রমুখ। গোবরডাঙ্গা পুরসভা এলাকার ২০টি নাট্যদল নিয়ে গঠিত হয় গোবরডাঙ্গা পৌর নাট্য সমন্বয়। এই সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাট্যকার আশিস দাস ও আশিস চট্টোপাধ্যায় জানান, ১০ দিনের এই নাট্যমেলায় ২০টি নাট্যদলের ২১টি নাটক মঞ্চস্থ হচ্ছে। ৩টি পূর্ণাঙ্গ নাটক ও ১৮টি একাঙ্ক নাটক। উদ্বোধনের দিন নৈহাটি ব্রাত্যজন প্রযোজিত, অরিত্র ব্যানার্জী নির্দেশিত ‘আনন্দ’ নাটকটি পরিবেশিত হয়। এই নাটকে সাংসদ পার্থ ভৌমিকের অভিনয় উপভোগ করেন দর্শকরা। ১০ দিনের এই নাট্যমেলায় ভিন্ন ভিন্ন স্বাদের নাটকগুলো দর্শকদের মন জয় করবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেন।

57 Views