আশিস কুমার ঘোষ, গোবরডাঙ্গা

হেরিটেজ তকমা প্রাপ্ত  গোবরডাঙ্গা খাঁটুরা উচ্চ বিদ্যালয়ে একদিনের নাট্য কর্মশালা অনুষ্ঠিত করল গোবরডাঙ্গা আকাঙ্খা নাট্য সংস্থা। গত ১৯ এপ্রিল আয়োজিত এই নাট্য কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্য, অভিনেতা এবং পরিচালক দীপাঙ্ক দেবনাথ ও সুজয় পাল। স্কুলের ৩৬ জন ছাত্রকে নিয়ে শুরু হয় প্রশিক্ষণ। এই একদিনের কর্মশালায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্ররা অংশ নেয়। কর্মশালায় মূলত শারীরিক ব্যায়াম, অভিনয় ও বাচিক শিল্পের উপর জোর দেওয়া হয়। বর্তমানে পাঠক্রমে পড়ানো হয় নাটক। তাই কিভাবে নাটক মঞ্চস্থ করা হয় তা বোঝানো হয় শিক্ষার্থীদের। মনসংযোগ বৃদ্ধির উপায়, চিন্তাশক্তির বিকাশ কিভাবে ঘটানো সম্ভব এইসব বিষয়ের উপর কাজ করানো হয় বলে জানান, দলের পরিচালক দীপাঙ্ক দেবনাথ। তিনি বলেন,  আমি অত্যন্ত গর্বিত আমি আমার বিদ্যালয়ে ছাত্রদের নিয়ে  আমাদের দলের পক্ষ থেকে একটি  কর্মশালা করতে পেরেছি। বর্তমানে প্রবল দাবদাহ, এই বিষয়কে কেন্দ্র করে তিনটি গ্রুপে  আমার ছোট ছোট ভাইয়েরা তারা তাদের মতো করে  বুদ্ধি দিয়ে স্ক্রিপ্ট , পরিচালনা এবং পরিবেশন সমস্তটাই সুন্দরভাবে করেছে। আমি আপ্লুত আমার শিক্ষকেরা আমাদের এই সুযোগ করে দিয়েছেন।

খাঁটুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায় জানান, তারা ছাত্রদের সামাজিক এবং মানসিক উন্নয়নের জন্য পুনরায় নাট্য কর্মশালার ব্যবস্থা করবেন। পাশাপাশি তিনি বলেন,  আমার বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র আজ সমাজ তৈরির কারিগর। এই নাট্য কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নাট্যচর্চার দায়িত্ব প্রাপ্ত শিক্ষক নিশিকান্ত বিশ্বাস। তিনি বলেন, আমার প্রাক্তন ছাত্ররা  তরুণ প্রজন্মের এক নাট্যদল। ছাত্রদের মানসিক,  দৈহিক এবং শারীরিক গঠনে থিয়েটার  অনবদ্য ভূমিকা নেয়। পূর্বে বিদ্যালয়ের  নাট্য বিভাগের দায়িত্ব আমার ছাত্র দীপাঙ্ক সামলেছে। তাদের কর্মপরিকল্পনা এবং উদ্যমকে আমরা স্বাগত জানাই। সংস্থার সম্পাদক তনুশ্রী দেবনাথ (দত্ত) জানান, বর্ষব্যাপী জাতীয় নাট্য উৎসবের পর সমাজের পিছিয়ে পড়া নিম্নবিত্ত শ্রেণির শিশুদের নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের। সমস্ত পিছিয়ে পড়া বিদ্যালয় এবং  শিক্ষার আলো থেকে অনেকটা দূরে থাকা শিশুদের নিয়ে কাজ করার পরিকল্পনা করেছেন তারা।

58 Views