আশিস কুমার ঘোষ

থিয়েটারের ইতিহাসে গোবরডাঙ্গা এক উজ্জ্বল নক্ষত্র। গোবরডাঙ্গার তরুণ নব নাট্যদল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার আয়োজনে আকাঙ্ক্ষার নিজস্ব উপাসনা নাট্য গৃহে ২৭ মার্চ পালিত হলো বিশ্ব নাট্য দিবস। আকাঙ্ক্ষার সদস্য সুস্মিতা সরকার পরিচালিত নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। পরিবেশনায় দলের খুঁদে শিল্পী অরণ্য সরকার, সঙ্গীতা সরকার ও শুভম মন্ডল । বিশ্বনাট্য দিবসের মাহাত্ম্য সম্পর্কে আলোকপাত করেন দলের অভিনেতা ও পরিচালক দীপাঙ্ক দেবনাথ। আবৃত্তি , সংগীত ও বিভিন্ন আলাপ-আলোচনার মধ্যে পালিত হয় এই দিনের বিশ্ব নাট্য দিবস। আকাঙ্ক্ষার সম্পাদিকা তনুশ্রী দেবনাথ দত্তের সমাপ্তি ভাষণের মাধ্যমে এদিন অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

25 Views