ওয়েব ডেস্ক : গ্রীষ্মকালীন রক্ত সংকট কাটাতে এবারে এগিয়ে এলেন অশোকনগর নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্ররা। বুধবার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে রক্তদান করলেন নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্ররা, হাসপাতালে কর্মীরা এবং চিকিৎসকেরা। প্রচন্ড গরমে রক্ত সংকট দেখা দিয়েছে। বারাসাত ব্লাড ব্যাংক-সহ জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকে পর্যাপ্ত রক্ত নেই। খুব কাছ থেকে মুমূর্ষ রোগীদের এই অসহায়তা দেখেই রক্তদান শিবিরের আয়োজন অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। এদিন জানালেন সুপার ডাক্তার বিবেকানন্দ বিশ্বাস। নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রীরা জানান, তাঁরা স্বতপ্রণোদিত হয়ে এগিয়ে এসেছেন। প্রায় ৭০ জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেছেন অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে। সব মিলিয়ে নার্সিং পড়ুয়াদের এই মহান উদ্যোগকে স্বাগত জানান হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস, নার্সিং ট্রেনিং স্কুলের ভারপ্রাপ্ত আধিকারিক আলো দত্ত চৌধুরী থেকে শুরু করে সকলেই।