আশিস কুমার ঘোষ, অশোকনগর

চড়ুইভাতিতে প্রবীণ নাগরিকদের নিয়ে পিকনিক করলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। সেই সঙ্গে প্রায় এক হাজার বৃদ্ধ-বৃদ্ধাকে সংবর্ধিত করলেন। বৃহস্পতিবার দুপুরে অশোকনগর চড়ুইভাতিতে বিধায়কের উদ্যোগে আয়োজিত এই পিকনিকে উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার-সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা। এদিন অশোকনগর কল্যাণগড় পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বৃদ্ধ-বৃদ্ধাদের গলায় উত্তরীয় পরিয়ে তাদের গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। তারপর তাদের ভুড়িভোজে সামিল করা হয়। ছিল গান বাজনার আয়োজন। বিধায়ক নিজেও গাইলেন একটা পুরনো দিনের গান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাক্তন কাউন্সিলর অনুপ রায়। এদিন বিধায়ক নারায়ণ গোস্বামী জানান, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব সময় প্রবীণ মানুষদের সম্মান দিয়ে থাকেন, তাদের জন্য চিন্তাভাবনা করেন। শীতকাল জুড়ে বিভিন্ন এলাকায় ইয়ং ছেলেমেয়েরা পিকনিকে মেতে ওঠে। বৃদ্ধ-বৃদ্ধাদেরও তো একটু ইচ্ছা করে হৈ হৈ করে একটু আনন্দ অনুষ্ঠান করার। সেই ভাবনা থেকে আমরাও আমাদের এলাকার প্রবীণ মানুষদের একত্রিত করে একটা ছোট্ট আয়োজন করলাম। উল্লেখ্য, হাবরার বিধায়ক তথা তৎকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে ২০১৬ সাল থেকে বেশ কয়েকবার হাবড়ার প্রবীণ দম্পতিদের বনভোজন করিয়ে তাদের হাতে স্মারক ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছিল।

43 Views