ওয়েব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দুর্নীতির কারণে চাকরি হারানো প্রকৃত শিক্ষক এবং চাকরি প্রার্থীদের সহায়তা দিতে বিজেপির পশ্চিমবঙ্গ শাখাকে পৃথক আইনি সেল তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বর্ধমান-দুর্গাপুরে একটি নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেসের যারা এই দুর্নীতিতে জড়িত তিনি তাদের শাস্তি চান। কিন্তু নিরপরাধরা ক্ষতিগ্রস্থ হোক তা তিনি চান না। শিক্ষক নিয়োগে বাংলায় তৃণমূল যে দুর্নীতি করেছে তা লজ্জাজনক। এই দুর্নীতির কারণে বেশ কয়েকজন প্রকৃত প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রকৃত প্রার্থী এবং শিক্ষকদের সাহায্য করার জন্য একটি পৃথক আইনি সেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার জন্য দলের রাজ্য শাখাকে বলেছেন তিনি। মোদি বলেন, বিজেপি এই ধরনের সৎ প্রার্থীদের সমর্থন করবে এবং তাদের আইনি সহায়তা দেবে এবং তাদের পক্ষে লড়াই করবে। এটি মোদীর গ্যারান্টি। পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে তৃণমূল। রাম মন্দির, রাম নবমীর মিছিল এবং জয় শ্রী রাম স্লোগানে তৃণমূলের আপত্তি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।