অমর চক্রবর্তী, অশোকনগর

উৎসবের মুখে অশোকনগর থানা এলাকার বিভিন্ন বাজার সুরক্ষিত রাখতে অভিনব উদ্যোগ বারাসাত জেলা পুলিশের। শনিবার বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নিলাঙ্গী অশোকনগর থানায় পুলিশ বন্ধু নামে একটি নতুন প্রকল্পের উদ্বোধন করলেন। অশোকনগরের বিভিন্ন বাজারে যারা নৈশরক্ষীর কাজ করেন তাদের হাতে টর্চ, বাঁশি, নতুন পোশাক এবং লাঠি তুলে দেওয়া হয়। বিভিন্ন বাজার কমিটির সঙ্গে যৌথ উদ্যোগে মূলত চুরি ঠেকাতেই এই উদ্যোগ নিয়েছে অশোকনগর থানা। এদিন অশোকনগর থানার এই উদ্যোগের প্রশংসা করেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি। তিনি জানান, এই উদ্যোগের ফলে শেষ তিন মাসে অশোকনগরে একটিও চুরির ঘটনা ঘটেনি।
কচুয়া, সেনডাঙ্গা, পুমলিয়া, কল্যাণগড় বাজার, গুমাবাজার, অশোকনগর রেল বাজার সংলগ্ন প্রতিটি এলাকার নৈশরক্ষী বাহিনী সদস্যরা পুলিশের ভূমিকায় উৎফুল্ল। তারা জানান, এবারে আরও ভালোভাবে বাজার প্রহরার কাজ করা যাবে। পাশাপাশি বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারও সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আগত দুর্গাপুজোয় নারী এবং শিশুদের সুরক্ষার জন্য অতিরিক্ত বাহিনী থাকবে বলেও এদিন অতিরিক্ত পুলিশ সুপার জানান।

55 Views