আশিস কুমার ঘোষ, কলকাতা
ছটপুজো উপলক্ষে সেবামূলক উদ্যোগ গ্রহণ করল উত্তর কলকাতার পোস্তা গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাব ও বিশ্ব ভোজপুরি সন্মেলনের বড়বাজার জয় মাতাদি ওয়েলফেয়ার সোসাইটি। বৃহস্পতিবার ছটপুজা উপলক্ষে পোস্তায় জনসাধারণের জন্য নানারকম সেবামূলক ব্যবস্থার আয়োজন করা হয়। জয় মাতাদি ওয়েলফেয়ার সোসাইটি ও পোস্তা রামসেনার উদ্যোগে ছটপুজো কর্মসূচি এবার ২৫ বছরে পা রেখেছে। ছটপুজো উপলক্ষে এদিন গঙ্গা যাত্রীদের জন্য ওষুধ ও জল পরিষেবা এবং ভোগপ্রসাদ বিতরণ করা হয়। পোস্তা গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাব ও জয় মাতাদি ওয়েলফেয়ার সোসাইটির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাবের সভাপতি সচিন ত্রিপাঠী ও চেয়ারম্যান বরুণ মল্লিক, জোড়াসাঁকো কেন্দ্রের প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী, কংগ্রেস নেতা সন্তোষ পাঠক, সঞ্জয় বক্সী, বিবেক গুপ্তা, বিজয় উপাধ্যায়, প্রদীপ মজুমদার, ইলোরা সাহা, মৃনাল সাহা, ছাত্রনেতা সৌম্য বক্সী প্রমুখ।