আশিস কুমার ঘোষ, কলকাতা

আড্ডা টাইমস প্রযোজিত অরিত্র সেন নির্দেশিত ওয়েব সিরিজ জুলি ছবির ট্রেলার লঞ্চ হলো বুধবার কলকাতার এক নামী রেস্তোরায়। পরিচালক অরিত্র সেন ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়িকা পাওলি দাম, সহনায়িকা শ্রেয়া, নায়ক গৌরব চট্টোপাধ্যায়, অভিনেতা সুজয় প্রসাদ এবং ছবির সংগীত শিল্পী উজ্জয়িনী। রহস্য রোমাঞ্চে ভরপুর এই ছবিটি আগামী ২৩ মে মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্মে।

21 Views