ওয়েব ডেস্ক : মধ্যমগ্রামে মন্তেসরি টিচার্স ট্রেনিং কলেজে ১৭ নভেম্বর রবিবার হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল স্মল নিউজ পেপারস এডিটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৯তম বার্ষিক রাজ্য সম্মেলন। ওইদিন বেলা ১২টায় প্রদীপ প্রজ্বলন করে এই সম্মেলনের সূচনা করেন সভাপতি চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়। এরপর প্রয়াত প্রাণরঞ্জন চৌধুরী, (সম্পাদক, গণকন্ঠ, মুর্শিদাবাদ), প্রয়াত অলোক কুমার ঘোষ, (সম্পাদক, পল্লী প্রচার, পশ্চিম মেদিনীপুর), প্রয়াত শৈলজানন্দ রায়, (সম্পাদক, বরেন্দ্রভূমি, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর) এবং প্রয়াত সুরেশ ভকত, (সম্পাদক, ঝাড়্গ্রাম বার্তা, পশ্চিম মেদিনীপুর)-এর প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি এবং অন্য সদস্যরা। প্রয়াত সম্পাদকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালনের শুরু হয় সম্মেলনের কাজ। স্বাগত ভাষণ দেন চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়। রাজ্য সম্পাদক নাজির হোসেন সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে আলোচনা করার জন্য এই সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

এদিন সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আলোচনা করেন রাজ্য সম্পাদক তথা মালদহের গৌর দর্পণ-এর সম্পাদক নাজির হোসেন, রামধনু সাহিত্য পরিষদ-এর নির্মাল্য দাস ও কৌশিক রায়চৌধুরী, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বার্তার সম্পাদক গঙ্গাধর রায়, এখন ঘাটাল-এর সম্পাদক দিবাকর সী, সভাপতি তথা উত্তর ২৪ পরগনার নূতন জগৎ-এর সম্পাদক চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়, যমুনামতীর সম্পাদক সরোজ চক্রবর্তী, অমৃতনাদ-এর সম্পাদক অনন্ত চক্রবর্তী, দাবদাহ-এর সম্পাদক প্রদীপ্ত ভট্টাচার্য, ছবিতে সংবাদ-এর সম্পাদক সজল কুমার পাল, সংবাদ সারাদিন অন্তহীন-এর সম্পাদক নীতিবিকাশ ঘোষ, বিপ্লব বার্তা পত্রিকার সম্পাদক গোবিন্দ চন্দ্র বিশ্বাস, গ্রামবাংলার খবর -এর সম্পাদক দিলীপ রায় এবং সাহিত্যিক বিবর দত্ত।

24 Views