আশিস কুমার ঘোষ, কলকাতা
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি স্কুলের সিলেবাস অনুযায়ী ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে ২০০৪ সালে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ডক্টর পার্থ সারথি গাঙ্গুলি তৈরি করেন জ্যোতির্ময় পাবলিক স্কুল। উদ্দেশ্য ছিল প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা যেন উচ্চশিক্ষার সুযোগ পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। দেখতে দেখতে ২১ বছর পেরিয়ে সোনারপুরে ৩টি এবং ক্যানিং ও জলপাইগুড়িতে মোট ৭টি স্কুল স্থাপন করে এই প্রতিষ্ঠান। গত শুক্রবার কলকাতা শহরের প্রাণকেন্দ্র পার্কসার্কাসের কাছে এই বিদ্যালয়ের নতুন ক্যাম্পাস চালু হলো। এই ক্যাম্পাসের সূচনায় উপস্থিত ছিলেন জ্যোতির্ময় পাবলিক স্কুলের প্রেসিডেন্ট ড. পার্থ সারথি গাঙ্গুলি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. চন্দন রায় চৌধুরী, কলকাতার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অনুপ কুমার সান্যাল, সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ প্রমুখ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. গাঙ্গুলি জানান, অপেক্ষাকৃত অল্প খরচে শহরের নামি ইংরেজি মাধ্যম স্কুলের মতো একজন শিক্ষার্থীকে পড়াশুনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা-সহ সব বিষয়ে পারদর্শী করে তোলার উপযোগী নানারকম ব্যবস্থা রয়েছে এই প্রতিষ্ঠানে। উদ্দেশ্য কেবল শহরের বিত্তবানদের ছেলেমেয়েরাই নয়, জীবনে প্রতিষ্ঠিত হোক সকল শ্রেণীর পরিবারের ছাত্র-ছাত্রীরা। তবেই তো সমাজের বৈষম্য দূর হবে।