অমর চক্রবর্তী, হাবরা

কাশিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটে ছটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। জ্যোতিপ্রিয় মল্লিক জামিনে মুক্ত হওয়ার পরে ক্রমশই চাঙ্গা হয়ে উঠছে হাবরা বিধানসভার তৃণমূল কর্মী সমর্থকেরা। বিজেপি সমর্থিত প্যানেলের প্রতিটি সদস্যই শোচনীয় পরাজয় বরণ করেছে। এ প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহা জানান, এই জয় বিধায়ককেই উৎসর্গ করছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে তৃণমূল কংগ্রেস যে সঠিক পথেই চলেছে তার প্রমাণ আবার মিলল।
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবারই জেল মুক্তির পরে প্রথম হাবড়ায় আসছেন বিধায়ক জ্যোতিপ্রিয়। হাবড়া পুরসভার কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক করেছেন পুরপ্রধান-সহ একাধিক কাউন্সিলরের সঙ্গে। রবিবার হাবড়া ফেরার আগে তৃণমূল কংগ্রেসের এই বড় জয়ে খুশি জ্যোতিপ্রিয় মল্লিক। অন্যদিকে, বিধায়ককেও এত বড় জয় উপহার দিতে পেরে খুশি হাবরা এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্বও। পঞ্চায়েত সমিতির সদস্য বাপি মজুমদার জানান, এই জয় তাদের আরও উদ্বুদ্ধ করবে।

53 Views