আশিস কুমার ঘোষ, অশোকনগর

অশোকনগর স্টেশন সংলগ্ন যশোর রোডের উপর দীর্ঘ ৩৫ বছরের প্রাচীন ডঃ বি. আর. আম্বেদকর ভবন ও লাইব্রেরী গত ৭ জানুয়ারি গভীর রাতে একদল দুষ্কৃতী ভেঙে গুড়িয়ে দেয়। এরই প্রতিবাদে ডঃ বি. আর. আম্বেদকর অনুগামী বহুজন সমাজ পার্টি (বিএসপি)-এর তরফ থেকে তফসিলি জাতি উপজাতির সদস্যরা বিক্ষোভে ফেটে পড়েন। শনিবার বিকেলে বিএসপি’র অশোকনগর শাখার সভাপতি তারকেশ্বর হাওলাদার-এর নেতৃত্বে ভেঙে গুঁড়িয়ে দেওয়া ভবনের সামনে সাংবাদিক সম্মেলন করেন তারা। তাদের অভিযোগ, একশ্রেণীর অসাধু ব্যবসায়ী রাস্তার পাশের দোকানগুলোর পেছনের একটা জলাশয় বুজিয়ে ব্যবসায়ী স্বার্থে বহুতল নির্মাণ করে পয়সা উপার্জনের রাস্তা তৈরি করার জন্য এই ঘটনা ঘটিয়েছেনল। এর সঙ্গে বেশ কিছু প্রোমোটারও জড়িয়ে আছে। তারা বহুজন সমাজ পার্টির কিছু ভূয়ো নেতার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নাকি তাদের অনুমতি নিয়ে এই ভবন ভেঙে ফেলেছে। তারকবাবু জানান, যাদের সঙ্গে চুক্তি হয়েছে তারা এই সংগঠনের কেউ নন। সংগঠনের তরফ থেকে ইতিমধ্যে অশোকনগর থানা, অশোকনগর কল্যাণগড় পুরসভা, বিডিও এবং উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দপ্তরে জানানো হয়েছে। প্রশাসনের তরফ থেকে এই বেআইনি কাজকে প্রতিহত না করলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে এদিন বহুজন সমাজ পার্টির সদস্যরা জানিয়েছেন।

70 Views