ওয়েব ডেস্ক : তৃতীয় বর্ষ রোহিনী নন্দন পুরস্কার ২০২৪ পেলেন ড. ঋতব্রত ভট্টাচার্য ও ড. সুমনপাল ভিক্ষু। শুক্রবার দুপুরে কলকাতার মহাবোধি সোসাইটির হলে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে ঋতব্রত ভট্টাচার্যকে তার উপন্যাস ‘বসন্ত উৎসব’-এর জন্য এবং সুমনপাল ভিক্ষুকে তার ‘ধর্মকেতু’ গ্রন্থের জন্য এই পুরস্কার তুলে দেয় রোহিনী নন্দন কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি এবং বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র, নৈহাটির ডিরেক্টর ড. রতন কুমার নন্দী। প্রধান অতিথি ছিলেন সর্বভারতীয় কবি, গল্পকার ও সম্পাদক, কেরালার ড. কেভি ডমিনিক। উপস্থিত ছিলেন অধ্যাপক গৌতম মুখোপাধ্যায়, রাজীব শ্রাবণ এবং কেতকী দত্ত। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘আচার্য রমেশচন্দ্র মুখোপাধ্যায় স্মারক বক্তৃতা। আন্ডারগ্রাউন্ড সাহিত্য-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই স্মারক বক্তৃতার বিষয় ছিল ‘জাতীয় শিক্ষানীতি ২০২০ : একটি পর্যালোচনা’। বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, বারাসাত-এর অধ্যাপক ড. প্রণাম ধর। ড. ধর অত্যন্ত প্রাঞ্জল ভাষায় জাতীয় শিক্ষানীতির পর্যালোচনা করেন। জাতীয় শিক্ষানীতির ইতিবাচক দিকগুলো এবং এই নীতি প্রয়োগের ক্ষেত্রে সম্ভাব্য প্রতিবন্ধকতার প্রতি গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন তিনি। এদিন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাহিত্যচর্চা নিয়ে আলোচনা এবং দুটি গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। এদিন ব্রত চক্রবর্তীর কাব্যগ্রন্থ ‘জানি না কেন যে’ এবং গোপালচন্দ্র রানার ‘গীতায়ন’ গ্রন্থের আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন হয়। উপস্থিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান রোহিনী নন্দন প্রকাশনা সংস্থার কর্নধার হরিদাস তালুকদার।
21 Views