আশিস কুমার ঘোষ, কলকাতা

দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী অন্নদা ঠাকুরের ১৩৪ তম জন্মোৎসব এবং ১০৪তম সিদ্ধোৎসব ও ৫৮তম আদিষ্ট মন্দিরে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ১৮ জানুয়ারি শনিবার নানা কর্মসূচি সংগঠিত হয়। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাইয়ের উদ্যোগে এদিন ৮০০০ জন নরনারায়ণের মধ্যে খাদ্য বিতরণ ও ৫০০০ জন গরিব অসহায় মানুষের মধ্যে বস্ত্র এবং ৩০০০ জন গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, আল আমিন কলেজের প্রফেসর বৈশাখী ব্যানার্জি, বিধায়ক নির্মল মাঝি, কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা, বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জী, বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক প্রমুখ।

21 Views